ফ্যারিঞ্জাইটিস(Pharyngitis) বা গলবিল প্রদাহ এর কারণ, উপসর্গ, জটিলতা ও চিকিৎসা
ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারা রোগ-সংক্রমণের কারণে গলার পেছনের দিকে অর্থাৎ গলবিলের (Pharynx) সংক্রমণকেই মূলত ফ্যারিঞ্জাইটিস(Pharyngitis) বলা হয়ে থাকে। Pharyngitis খুব যন্ত্রণাদায়ক একটি সমস্যা, বিশেষ করে এই সমস্যায় আক্রান্ত হলে আপনি যখন ঢোক গিলতে যাবেন সে সময় ভীষণ কষ্ট হতে পারে অনেক সময়। কাশি, মাথাব্যথা, কর্কশ কণ্ঠ, সর্দি পড়া, গলবিল লাল হয়ে যাওয়া, লসিকাগ্রন্থিগুলির ফুলে যাওয়া এবং জ্বর হওয়া। সাধারণত ৩ থেকে ৫ দিন এই উপসর্গগুলি অব্যাহত থাকে।
ফ্যারিঞ্জাইটিস(Pharyngitis) কারণ
- সাধারণত ভাইরাসজনিত সংক্রমণ
- ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ
- যারা সর্দি ও ফ্লুতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকে (যেমন স্বাস্থ্যকর্মী) তাদের ফ্যারিঞ্জাইটিস হওয়ার সম্ভাবনা থাকে।
- যাদের অ্যালার্জি ও সাইনাস ইনফেকশন আছে তাদের এই রোগ হওয়ার ঝুঁকি রয়েছে।
- পরোক্ষ ধূমপানের কারণেও হতে পারে।
- সাধারণত সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের কারণে ফ্যারিঞ্জাইটিস হয়ে থাকে।
- গ্যাসট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি)
ফ্যারিঞ্জাইটিস(Pharyngitis) এর লক্ষণ ও উপসর্গ
- গলায় ব্যথা-যন্ত্রণা বা চুলকানি।
- গিলবার বা কথা বলার সময়ে ব্যাথা।
- ঘাড় বা চোয়ালের গ্রন্থি ফুলে যন্ত্রণা হয়।
- টনসিল ফুলে লাল হয়ে যায়।
- টনসিলে সাদা ক্ষত বা পুঁজ হয়।
- ঘরঘরে-চাপা কিংবা কর্কশ আওয়াজ।
- মাথায় যন্ত্রণা।
- বমি করা বা বমি ভাব।
- পেট ব্যথা
- মাংশ পেশিতে যন্ত্রণা।
ফ্যারিঞ্জাইটিস(Pharyngitis) সাধারণত হোমিওপ্যাথিক ওষুধ সেবন এ খুব তাড়াতাড়ি ভালো হয়।
ফ্যারিঞ্জাইটিস(Pharyngitis) জটিল অবস্থা ধারণ করলে গলবিল প্রদাহ থেকে অস্থিকোটর প্রদাহ বা সাইনাসের প্রদাহ (Sinusitis) এবং তীব্র মধ্যকর্ণ প্রদাহ (Acute otitis media) হতে পারে।