ল্যারঞ্জাইটিস(laryngitis) বা স্বরতন্ত্রীর প্রদাহ এর কারণ, উপসর্গ, জটিলতা ও চিকিৎসা
ল্যারিংক্স অর্থাৎ স্বরযন্ত্র ও ভোকাল কর্ড অর্থাৎ স্বরতন্ত্রীর প্রদাহকে ল্যারিঞ্জাইটিস(laryngitis) বলে। এতে স্বরতন্ত্রীর অসঙ্গত কম্পনের ফলে কণ্ঠস্বর কর্কশ হয়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ৩০- ৫০ বছর বয়সীদের মধ্যে এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। প্রতি ১০০০০জনের মধ্যে ৩৫ জন ক্রনিক বা দীর্ঘস্থায়ী ল্যারিঞ্জাইটিস(laryngitis)এ ভোগেন।
ল্যারিঞ্জাইটিস(laryngitis) কারণ
- ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ
- গ্যাস্ট্রো-এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ(জিইআরডি)
- ধূমপান।
- মদ্যপান।
- শ্বাসের মাধ্যমে উদ্বায়ী পদার্থ, নির্দিষ্ট রাসায়নিক এবং ধোঁয়ার মতো অস্বস্তি সৃষ্টিকারী বস্তু ভিতরে যাওয়া।
- ভোকাল কর্ডের উপর অত্যধিক চাপ।
- দীর্ঘদিন ইনহেলার ব্যবহার করতে থাকলে গলা বসার সমস্যা তৈরী হতে পারে।
ল্যারিঞ্জাইটিস(laryngitis) এর লক্ষণ ও উপসর্গ
- কণ্ঠস্বরে পরিবর্তন বা কর্কশভাব।
- গলাব্যথা
- জ্বর
- মাথা যন্ত্রণা
- কাশি
- শ্বাস প্রশ্বাসের সময় সাঁইসাঁই শব্দ
- নাক দিয়ে জল পড়া
ল্যারিঞ্জাইটিস(laryngitis) এর প্রকারভেদ
- অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস
- ক্রনিক ল্যারিঞ্জাইটিস
ল্যারিঞ্জাইটিস(laryngitis) এ করণীয়
- বেশি করে পানি পান করতে হবে, যাতে ক্ষতিকর পদার্থগুলি বেরিয়ে যায়।
- যেকোনও রকম ধোঁয়া এড়িয়ে চলতে ।
- গরম লবণ পানি দিয়ে গার্গল করতে ।
- গলাকে যতটা সম্ভব বিশ্রাম দিতে হবে, জোরে কথা না বলার চেষ্টা করতে হবে।
- বন্ধ নাক খুলতে শ্বাসের সঙ্গে গরম পানির ভাপ নেওয়া যেতে পারে।
- বন্ধ নাক খোলার ড্রপ (নাসাল ডিকনজেসট্যান্ট) ব্যবহার না করা উত্তম, এগুলি গলাকে শুকনো করে দেয়।
ল্যারিঞ্জাইটিস(laryngitis) এর চিকিৎসা
ল্যারিঞ্জাইটিস(laryngitis) সাধারণত হোমিওপ্যাথিক ওষুধ সেবন এ খুব তাড়াতাড়ি ভালো হয়। কিন্তু ক্রনিক ল্যারিঞ্জাইটিস এর ক্ষেত্রে বেশ দীর্ঘ সময় ধরে হোমিও ওষুধ চালাতে হয়।
এটি নিজে কোনো রোগ নয়। কিন্তু অনেক বড় রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে।